PREMIER UNIVERSITY

Department of Architecture

প্রিমিয়ার ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার উদ্বোধন

প্রিমিয়ার ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার উদ্বোধন

প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে প্রিমিয়ার ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার উদ্বোধন করা হয়েছে ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, বিকেল ৫টায়। উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন। এসময় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. অং সুই প্রু মারমা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব জনাব মোহাম্মদ আশরাফুল আমিন, প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির, পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান এবং প্রিমিয়ার ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার স্থাপন ও পরিচালনা কমিটির আহ্বায়ক ড. মো: জাহেদুল ইসলাম।
পাবলিক হেলথ বিভাগের সহযোগিতায় স্থাপিত এই মেডিকেল সেন্টার উদ্বোধনকালে মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, এটি নিঃসন্দেহে আমাদের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়োজন। এই মেডিকেল সেন্টার প্রিমিয়ার ইউনিভার্সিটির সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মেডিকেল সেন্টারে আমাদের শিক্ষার্থীদের পাশাপাশি আমাদের শিক্ষক-শিক্ষিকাগণ ও আমাদের সকল কর্মকর্তা-কর্মচারীগণও প্রাথমিক চিকিৎসা সেবা নিতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রিমিয়ার ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার স্থাপন ও পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যাচেলর অব আর্কিটেকচার প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগে ‘হেলথি বিল্ডিং রিসার্চ এন্ড ইনোভেশন কনসেপ্ট’ শীর্ষক সেমিনার ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগের ইন্ডাস্ট্রি সংযোগে নতুন মাইলফলক: ৮টি প্রতিষ্ঠানের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর ।

Read More

আমেরিকান রাষ্ট্রদূতের সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সৌজন্য সাক্ষাৎ ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে ফিমেল কমনরুম উদ্বোধন

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে উপাচার্য হিসেবে যোগ দিলেন অধ্যাপক এস. এম. নছরুল কদির ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগে বাংলা নববর্ষ উদযাপন

Read More
Copyright © 2024 Premier University IT. All rights reserved.