প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ ভবনে স্থাপত্য বিভাগের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে। ২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, বেলা ১১.৩০টায় স্থাপত্য বিভাগের উদ্যোগে ‘এসো হে বৈশাখ’ শীর্ষক এই অনুষ্ঠানে বিভাগের ছাত্র-ছাত্রীদের প্রকল্প প্রদর্শনী ও বাংলাভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম, রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির, স্থাপত্য বিভাগের কো-অর্ডিনেটর
প্রফেসর সোহেল এম. শাকুর, চেয়ারম্যান জনাব হোসেন মুরাদ ও পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহেদুল ইসলাম। প্রফেসর ড. মোহীত উল আলম বলেন, বৈশাখ অসাম্প্রদায়িক ও সর্বজনীন উৎসব। বাঙালিদের যত উৎসব আছে, সেগুলোর মধ্যে এটাই একমাত্র উৎসব যেখানে সবাই অংশগ্রহণ করতে পারে। তিনি আরও বলেন, বৈশাখ নতুনকে বরণ করার শিক্ষা দেয়। নতুনকে বরণ করার জন্য মানুষের মধ্যে একটা শক্তি প্রয়োজন। এই শক্তি অর্জন করতে হয়। অনেকে এই শক্তি অর্জন করতে পারে না। তারা পুরনোকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। দেশ ও সভ্যতাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তারা প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। অন্যদিকে যারা নতুনকে বরণ করতে পারে, তারা দেশ ও সভ্যতাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার মাধ্যমে এগিয়ে নিয়ে যায়।
রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির বলেন, স্থাপত্য বিভাগ প্রিমিয়ার ইউনিভার্সিটির একটি আদরণীয় বিভাগ। প্রিমিয়ার ইউনিভার্সিটির বিভিন্ন কর্মকাণ্ডে ও আয়োজনে, বিভিন্ন কিছু নির্মাণে এই বিভাগ সৌন্দর্যবর্ধনের সৃজনশীল কাজটি করে থাকে। এই বিভাগ শিক্ষার্থীদের সংখ্যার দিক থেকে নয়, বরং মানের দিক থেকে উত্তীর্ণ।
আরও বক্তব্য রাখেন প্রফেসর সোহেল এম. শাকুর, চেয়ারম্যান জনাব হোসেন মুরাদ ও ড. মো. জাহেদুল ইসলাম।
অতিথিবৃন্দ অনুষ্ঠানের এক পর্যায়ে ছাত্র-ছাত্রীদের প্রকল্প প্রদর্শনী পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এরপর বিভাগের ২৩তম ব্যাচের ছাত্র-ছাত্রীদের তৈরি করা তিনটি প্রকল্প তৃণমূল হকারদের হাতে হস্তান্তর করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থাপত্য বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।