PREMIER UNIVERSITY

Department of Architecture

প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগে বরণ ও বিদায় ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগে বরণ ও বিদায় ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের ২৭তম ব্যাচের বরণ এবং ১৪ ও ১৫তম ব্যাচের বিদায় উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২২ ডিসেম্বর ২০২৫, সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির ও প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থাপত্য বিভাগের চেয়ারম্যান জনাব হোসেন মুরাদ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্রে প্রিমিয়ার ইউনিভার্সিটি অবস্থিত। বাংলাদেশে কোনো সিটি করপোরেশন পরিচালিত এটাই একমাত্র বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগে অধ্যয়ন করে আজ যারা বেরিয়ে যাচ্ছো, আমার বিশ্বাস, এই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে তোমাদের অনেক ভালো ও সুখের স্মৃতি রয়েছে। আমি কামনা করি, তোমরা এই স্মৃতিগুলো নিয়ে পেশাগত জীবনে প্রবেশ করে নিজেদের জীবন উজ্জ্বল করবে এবং পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে। তিনি উল্লেখ করেন, স্থাপত্য শুধু ভবন নির্মাণের বিদ্যা নয়, এটি সমাজ, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের প্রতিফলন। একজন স্থপতির দায়িত্ব কেবল নান্দনিক স্থাপনা তৈরি করা নয়, বরং টেকসই, পরিবেশবান্ধব ও মানবকেন্দ্রিক নকশার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী গড়ে তোলা। তিনি নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, এই বিশ্ববিদ্যালয় তোমাদের সৃজনশীলতা ও চিন্তাশক্তি বিকাশের একটি উন্মুক্ত ক্ষেত্র—এ সুযোগকে কাজে লাগাতে হবে নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে।
বিশেষ অতিথির বক্তব্যে রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির প্রিমিয়ার ইউনিভার্সিটির বিভাগসমূহের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, আমরা চাই, গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে নতুন নতুন উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ের বিভাগসমূহকে এগিয়ে নিয়ে যেতে। তিনি নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের সুস্বাস্থ্য কামনা করে বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটি সবসময় গুণগত শিক্ষা ও শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশে গুরুত্ব দিয়ে আসছে। স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা তাদের সৃজনশীল কাজের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছে। তিনি নবীনদের নিয়মশৃঙ্খলা ও দায়িত্ববোধের সঙ্গে শিক্ষাজীবন পরিচালনার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে স্থাপত্য বিভাগের চেয়ারম্যান জনাব হোসেন মুরাদ বলেন, স্থাপত্য কেবল একটি পেশা নয়—এটি দায়িত্ব, সংবেদনশীলতা ও মানবিকতার এক গভীর অনুশীলন। এই বিভাগ শুধু নকশা আঁকা শেখায় না, শেখায় চিন্তা করতে, প্রশ্ন তুলতে, প্রেক্ষাপট বুঝতে এবং সমাজের জন্য দায়িত্বশীল হতে। এই মূল্যবোধগুলোই এই বিভাগের শিক্ষার্থীদের সবচেয়ে বড় শক্তি।
শিক্ষার্থী সানজিদা আকতার প্রমি ও হুজায়রুল হক জিগারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থাপত্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অনুষ্ঠানের অংশ হিসেবে শিক্ষার্থীদের সৃজনশীল কাজ নিয়ে একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। পাশাপাশি শীতকালীন হরেক রকমের পিঠার প্রদর্শনী অনুষ্ঠানে বাড়তি আনন্দ যোগ করে। দিনব্যাপী আয়োজনের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বরণ ও বিদায়ের এ আয়োজন এক আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের ১৫তম ব্যাচের জুরি সম্পন্ন ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগে বরণ ও বিদায় ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘এক্সপ্লোরিং এ মেথড ফর কো-ডিজাইনিং এ ওয়াটার-সেনসিটিভ পেরি-আরভান ফিউচার’ শীর্ষক ওয়ার্কশপ সম্পন্ন ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যাচেলর অব আর্কিটেকচার প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগে ‘হেলথি বিল্ডিং রিসার্চ এন্ড ইনোভেশন কনসেপ্ট’ শীর্ষক সেমিনার ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগের ইন্ডাস্ট্রি সংযোগে নতুন মাইলফলক: ৮টি প্রতিষ্ঠানের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর ।

Read More
Copyright © 2024 Premier University IT. All rights reserved.