২৩ মে ২০২২, সোমবার, বেলা ১ টায় প্রিমিয়ার ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় সভাপতিত্ব করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ, প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য ও একাডেমিক কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. অনুপম সেন। একাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবে সভায় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা, প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক, প্রফেসর অমল ভূষণ নাগ, প্রফেসর ড. মোহীত উল আলম, প্রফেসর ড. তৌফিক সাঈদ, প্রফেসর সোহেল এম. শাকুর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মিহির কুমার রায়। আরও উপস্থিত ছিলেন একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব খুরশিদুর রহমান এবং সদস্য প্রিমিয়ার ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক এম. মঈনুল হক, সহযোগী অধ্যাপক ইফতেখার মনির, সহযোগী অধ্যাপক টুটন চন্দ্র মল্লিক, সহযোগী অধ্যাপক তানজিনা আলম চৌধুরী, সহযোগী অধ্যাপক ফারজানা ইয়াসমিন চৌধুরী ও সহযোগী অধ্যাপক সাদাত জামান খান। এই সভার সঙ্গে একাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবে বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য জনাব রেমন্ড আরেং ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত ছিলেন। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির সোশ্যালজি এন্ড সাসটেইনেবল বিভাগের শিক্ষক সাদিকা সুলতানা চৌধুরী।
একাডেমিক কাউন্সিলের এই সভায় বিগত একাডেমিক কাউন্সিলের সভার কার্যবিবরণী এবং প্রত্যেক বিভাগের আউটকাম বেইসড এডুকেশন কারিকুলাম অনুমোদন করা হয়। এছাড়া প্রিমিয়ার ইউনিভার্সিটির সার্বিক একাডেমিক কার্যক্রম বিষয়ে আলোকপাত করা হয়।
আন্তঃ বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি।
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটির ক্যাম্পাসে অনুষ্ঠিত হচ্ছে সার্বজনীন শ্রী শ্রী বানী অর্চনা।
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক সাহীদ মোঃ আসিফ ইকবালের পিএইচ.ডি ডিগ্রি অর্জন।
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক তানজিনা আলম চৌধুরী ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ মিনহাজ হোসাইন ‘ইউজিসি পিএইচডি ফেলোশিপ প্রোগ্রাম ২০২১-২০২২’-এ পিএইচডি ফেলো মনোনীত হয়েছেন।
Read Moreএকাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত
Read Moreড. জামাল নজরুল ইসলাম স্মরণে জাতীয় তরুণ গবেষক সম্মেলনে প্রিমিয়ার ইউনিভার্সিটি রানার্সআপ
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটি রোবটিক্স ল্যাব পরিদর্শনে ফ্রোবেল একাডেমি
Read More