প্রিমিয়ার ইউনিভার্সিটির হাজারী গলিস্থ ভবনে প্রিমিয়ার ইউনিভার্সিটি রোবটিক্স ল্যাব পরিদর্শন করেছে চট্টগ্রামের ফ্রোবেল একাডেমি। ২৩ মে ২০২২, সোমবার, সকাল ৯টা থেকে দিনব্যাপী ফ্রোবেল একাডেমির ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা প্রিমিয়ার ইউনিভার্সিটি রোবটিক্স ক্লাবের তত্ত্বাবধানে এই ল্যাব পরিদর্শন করে। তাদেরকে থ্রীডি প্রিন্টিং ও বেসিক রোবটিক্সে প্রশিক্ষণ প্রদান করেন তড়িৎ প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক সাইফুদ্দিন মুন্না ও প্রভাষক সৌমেন দত্ত। প্রভাষক রাহুল চৌধুরীর নেতৃত্বে তাদেরকে থ্রীডি প্রিন্টিং, রোবট ফুটবল, বিভিন্ন ধরনের ড্রোন, ফার্মিং রোবট, মিনি ওয়াটার ডিসপেন্সার, ইন্ডাস্ট্রিয়াল অটোমেটিক পেপার কাটিং মেশিনসহ নানা প্রজেক্ট প্রদর্শন করান প্রিমিয়ার ইউনিভার্সিটি রোবটিক্স ক্লাবের সভাপতি উচ্ছ্বাস দেবনাথ, সহ-সভাপতি মনজুর আলম, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান ও সদস্য তারিকুল ইসলাম।
প্রশিক্ষণ ও পরিদর্শন শেষে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রকৌশল ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ এবং তড়িৎ প্রকৌশল বিভাগের চেয়ারম্যান টুটন চন্দ্র মল্লিক। এসময় প্রফেসর ড. তৌফিক সাঈদ বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের জন্য আমাদেরকে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। তার জন্য প্রধান হাতিয়ার হচ্ছে রোবটিক্স। সরকার স্কুল-কলেজ থেকে ছাত্র-ছাত্রীদের জন্য রোবটিক্স তথা আইসিটি শিক্ষা বাধ্যতামূলক করায় তারা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, রোবটিক্স, মেশিন লার্নিংসহ বিভিন্ন আধুনিক প্রযুক্তিতে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারছে। আমি আশাবাদী, আজকে যেসব ক্ষুদে শিক্ষার্থী রোবটিক্সের মতো বিষয়ে জানতে ও শিখতে আগ্রহী, তারা একদিন বাংলাদেশকে সমৃদ্ধির শিখরে নিয়ে যাবে, একটি সোনার বাংলাদেশ গড়ে তুলবে।
তড়িৎ প্রকৌশল বিভাগের চেয়ারম্যান টুটন চন্দ্র মল্লিক বলেন, শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষাদানের জন্য ফ্রোবেল একাডেমি যে-উদ্যোগ গ্রহণ করেছে, সেটি প্রশংসাযোগ্য। এই কাজে প্রিমিয়ার ইউনিভার্সিটিকে বেছে নেওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ।
এসময় উপস্থিত ছিলেন ফ্রোবেল একাডেমির একাডেমিক ডিরেক্টর ইনসিয়া জোহাইর, টিম লিড সৈয়দা আসিফা সুলতানা ও শিক্ষক সাদাফ ইকবাল।
প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যাচেলর অব আর্কিটেকচার প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ।
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগে ‘হেলথি বিল্ডিং রিসার্চ এন্ড ইনোভেশন কনসেপ্ট’ শীর্ষক সেমিনার ।
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগের ইন্ডাস্ট্রি সংযোগে নতুন মাইলফলক: ৮টি প্রতিষ্ঠানের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর ।
Read Moreআমেরিকান রাষ্ট্রদূতের সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সৌজন্য সাক্ষাৎ ।
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে ফিমেল কমনরুম উদ্বোধন
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে উপাচার্য হিসেবে যোগ দিলেন অধ্যাপক এস. এম. নছরুল কদির ।
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগে বাংলা নববর্ষ উদযাপন
Read More